স্টাফ রিপোর্টার : ঢাকার ধামরাইয়ে হিরোইন ও গাঁজাসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বৃহস্পতিবার ধামরাই উপজেলা চৌহাট ইউনিয়নের চৌহাট বাজারের উত্তর পাশে নাজিমুদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মোঃ তোতা মিয়া (৫৫) উপজেলার চৌহাট মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল বাছেদ ওরফে ভেক্টো মিয়ার ছেলে ও নাজিম উদ্দিন (৪০) একই গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে।
এদের মধ্যে তোতা মিয়া চৌহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড সদস্য (মেম্বার)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ঢাকা জেলা সার্কেলের পরিদর্শক মো: আব্দুস সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তি¡তে সংবাদ পেয়ে চৌহাট বাজারের উত্তর পাশে নাজিমুদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৫৯ পুড়িয়া হিরোইন ও ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।