স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ওয়াসিল উদ্দিন পাঠাগার সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুর ঈদগাঁ মাঠে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের আয়োজনে ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমনের উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের ৬৮টি হাজার গ্রামে ভুমিসহ ঘর করে দেওয়ার জন্য দুই হাজার এক’শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২১ সালের আগেই ভূমিহীনদের মাঝে সেইসব ঘর হস্তান্তর করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানসহ সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কবি সাহিত্যিকগনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বই মেলার পাশাপাশি সেখানে বঙ্গবন্ধুর ছবি প্রর্দশনী ও নাগর দোলার আয়োজন করা হয়।
বই মেলার ২৫ টি স্টলে বিভিন্ন প্রকাশনির বই পাওয়া যাবে।