
অনলাইন ডেস্ক : ইতালি পুলিশ বর্ণবাদ বিষয়ক সহিংসতার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শুক্রবার গ্রেপ্তার করেছে ১১ জনকে।
পালেরমো এলাকায় একটি বাংলাদেশি মার্কেটে তারা ওই সহিংস হামলা চালিয়েছিল বলে পুলিশ কয়েক মাস তাদেরকে গৃহবন্দি করে রাখে। শুক্রবার গ্রেপ্তার দেখানো হয়। অনলাইন এএনএসএ এ খবর দিয়ে বলছে, ওই ব্যক্তিরা ওই মার্কেটে দোকান মালিক ও কিছু বাংলাদেশির ওপর হামলায় বেসবল ব্যাট ব্যবহার করেছিল বলে অভিযোগ আছে।
তাদেরকে গৃহবন্দি করে রাখার পর ডাকাতি ও শারীরিকভাবে ক্ষতি করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তারা অনেককে ঘুষি মেরেছে। লাথি মেরেছে। টেনে হিঁচড়ে একজনকে নিয়ে গেছে দোকানের পিছনে।
তার আংটি চুরি করে নিয়েছে। রাস্তায় একজন বাংলাদেশিকে অপ্রস্তুত অবস্থায় দেখতে পেয়ে তারা তার ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়। তারপর তাদের সহিংসতা ছড়িয়ে পড়ে মার্কেটের দোকানি ও ক্রেতাদের মধ্যে।