অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক তুলার গুদাম ভষ্মিভূত হয়েছে।
শনিবার দুপুরের দিকে মিল গেইট এলাকার বিএনপি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দুপুর ১২টা থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিকাল সাড়ে তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।