মার্চ ২১, ২০২৫


প্লাস্টিকের ফুল আমদানী বন্ধের দাবিতে চাষীদের মানবন্ধন

প্লাস্টিকের ফুল আমদানী বন্ধের দাবিতে চাষীদের মানবন্ধন

স্টাফ রিপোর্টার : দেশের বাইরে থেকে প্লাস্টিকের ফুলের আমদানী ও দেশে প্লাস্টিকের ফুল উৎপাদন বন্ধসহ পাঁচ দাবি জানিয়েছেন সাভারের ফুল চাষীরা।

শনিবার বেলা ১২ টার দিকে সাভার বাস স্ট্যান্ড এলাকায় মানবন্ধনের মাধ্যমে দাবিগুলো জানিয়েছেন প্রায় দেড় শতাধিক ফুল চাষী।

ফুল চাষীদের অভিযোগ, বর্তমানে ৩০ লাখ লোকের কর্মসংস্থান ও বাৎসরিক ১২০০ কোটি টাকার আভ্যন্তরীণ ফুলের বাজার। কোনো এক কুচক্রী মহল এই কর্মসংস্থান ও কাঁচা ফুলের বাজার নষ্ট করতে দেশের বাইরে থেকে প্লাস্টিকের ফুল আমদানী করে আসচ্ছে। এতে করে ফুল চাষীরা তাদের কাঁচা ফুল বাজারে বিক্রি করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই ফুল চাষী দিন দিন কমেই যাওয়ায় কাঁচা ফুল শিল্প পরেছে হুমকির মুখে।

তাই অবিলম্বে চীন থেকে প্লাস্টিকের ফুল আমদানী বন্ধ করতে হবে, দেশের ফুল শিল্প রক্ষায় পদক্ষেপ গ্রহণ করতে হবে, ফুল শিল্পের প্রসার করতে কীটনাশক ও আনুষাঙ্গিক কৃষি উপকরণ সহজ লভ্য করতে হবে, প্রচারণার মাধ্যমে বিদেশে ফুল রপ্তানীর সুযোগ করতে হবে এবং দেশের ফুুল সুুষ্ঠু বিপননের জন্য ঢাকায় কেন্দ্রীয় পাইকারী ফুলের বাজার স্থাপন করতে হবে বলে দাবী জানান চাষীরা।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *