ডিসেম্বর ১১, ২০২৪


নতুন ইন্ডিয়ান আইডল হলেন সানি

নতুন ইন্ডিয়ান আইডল হলেন সানি

অনলাইন ডেস্ক : ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের জনপ্রিয় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-১১ এর চ্যাম্পিয়ন হয়েছেন সানি হিন্দুস্তানি।

রোববার রাতে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হিসেবে সানি পেয়েছেন ২৫ লাখ রুপি ও একটি টাটা গাড়ি। এছাড়া টি-সিরিজের নতুন সিনেমায় প্লেব্যাক করার সুযোগ।

এ আসরে দ্বিতীয় হয়েছেন লাতুরের রোহিত রাউত ও তৃতীয় হয়েছেন বাঁকুড়ার মেয়ে অঙ্কনা মুখার্জি। তারা পেয়েছেন পাঁচ লাখ রুপি করে। এছাড়া মুর্শিদাবাদের অদ্রিজ ঘোষ ও অমৃতসরের রিধাম কল্যাণ ছিলেন সেরা পাঁচে। তারা পেয়েছেন তিন লাখ রুপি করে।

প্রতিযোগিতার বিচারকদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী নেহা কাক্কর, আদিত্য নারায়ণ ও অভিনেতা আয়ুষ্মান খুরানা।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *