অনলাইন ডেস্ক : বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ইউনিয়ন পরিষদ সদস্যের দু’টি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ওই ইউপি সদস্যের নাম নাজমুল হাসান রানা (৪০)। তিনি বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে এবং ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নেতা।
সোমবার রাত ১টার দিকে তার বাড়ির কাছে শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।
রানার স্ত্রী মুকুল বেগম বলেন, উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট আমিরুল আলম মিলনের সঙ্গে দেখা করে বাড়িতে ফেরার পথে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দু’টি চোখ ধারালো অস্ত্র দিয়ে উপড়ে ফেলেছে। কিন্তু কি কারণে, তার ওপর হামলা হয়েছে তা জানাতে পারেনি স্ত্রী।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ পর থেকেই রানার ওপর হামলাকারীদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।।