স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে ছেলের শাবলের আঘাতে মারা গেছে বাবা জয়নাল আবেদিন। এঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ও ছেলেকে আটক করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার দোসাইদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিন (৪৮) মানিকগঞ্জ জেলার মৃত সালাম ফকিরের ছেলে। সে আশুলিয়ার দোসাইদ বাজার এলাকায় পরিবারের সাথে বসবাস করে আসছিল।
আটকরা হচ্ছে- নিহতের স্ত্রী লায়লা বেগম (৪০) ও ছেলে লিমন (২২)।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সামিউল হক জানান, পারিবারিক কলহের জেরে বাকবিতন্ডার এক পর্যায় ছেলে লিমন শাবল (লোহার রড) দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী লায়লা বেগম ও তার ছেলে লিমনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।