
অনলাইন ডেস্ক : পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিরোধপূর্ণ জায়গায় গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সাথে বিজিবির রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে একই পরিবারের তিনজনসহ ৫ জনের। এরমধ্যে একজন বিজিবি সদস্য। এছাড়া স্বজনদের মৃত্যুর খবরে মারা গেছেন এক নারী।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার গাজিনগরে; যা চলে ২০ মিনিটের মতো। এতে বিজিবি সদস্য সিপাহি মো. শাওন (৩০) ছাড়াও ঘটনাস্থলেই প্রাণ হারান স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন (৭০), তার ছেলে মো. আলী আকবর (২৭) ও মো. আহাম্মদ আলী (২৫)।
তাদের মৃত্যুর খবরে হার্ট-অ্যাটাকে মারা যান আলী আকবরের স্ত্রী রঞ্জু বেগম। এছাড়া, হাসপাতালে নেয়ার পথে মারা যান মো. মফিজ (৬০) নামে আরেকজন।
আহতদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। বাকিদের মাটিরাঙ্গা হাসপাতালে রাখা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল ১১টার দিকে পাঁচ টুকরা গাছ গাজিনগর বাজারের একটি কাঠের মিলে নিয়ে যাচ্ছিলেন সাহাব উদ্দিন ও তার ছেলেরা। এসময় বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। বিষয়টি নিয়ে সাহাব উদ্দিন ও তার দুই ছেলের সঙ্গে বিজিবি সদস্যদের তর্ক হয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই দুই ছেলেসহ সাহাব উদ্দিন মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে বিজিবি সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ শুরু হয়। এতে আরও এক গ্রামবাসীর মৃত্যু হয়। গ্রামবাসীর পাল্টা হামলায় নিহত হন বিজিবি সদস্য শাওন।
স্থানীয়দের অভিযোগ, অনেকদিন ধরে এই জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখার কথা বলছেন খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, সেনাবাহিনী ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা। ঘটনা তদন্তে গঠন করা হয় তিন সদস্যের কমিটি। আটক করা হয় দুজনকে। জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির আশ্বাস দেন জেলা প্রশাসন ও সেনা কর্মকর্তারা।
রক্তক্ষয়ী এই সংঘাতের পর মাটিরাঙার পরিস্থিতি এখন থমথমে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।