স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে চলন্ত সিএনজি থেকে পরে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে পদ্মার মোড় এলাকাক ভাড়ায় চালিত একটি চলন্ত সিএনজি থেকে অজ্ঞাত ওই নারী সড়কের মধ্যে পড়ে যায়। এসময় সিএনজি চালক দ্রুতগতিতে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে ওই স্থানে দাড়িয়ে থাকা এক ভ্যানচালক ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানায় প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত ওই নারী সিএনজি থেকে পড়ে মারা গেছে। ভয়ে চালক সিএনজি নিয়ে পালিয়ে যায়।
তবে ওই নারী কোন পরিচয় পায় যায়নি।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।