অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কের কারণে স্থগিত হয়ে গেল বাংলাদেশের পাকিস্তান সফর।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, বাংলাদেশের সঙ্গে করাচিতে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। এখন দুই বোর্ড বসে সিরিজের বাকি ম্যাচগুলোর নতুন তারিখ চূড়ান্ত করবে।
সূচি অনুযায়ী বাংলাদেশ দলের পাকিস্তান যাবার কথা ছিল ২৯শে মার্চ। ওয়ানডে ১লা এপ্রিল ও টেস্ট ম্যাচটি শুরু হবার কথা ছিল ৫ই এপ্রিল থেকে। এর আগে দুই দফা সফরের প্রথম দফায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ।
দ্বিতীয় দফায় খেলা একমাত্র টেস্টে ইনিংস ও ৪৪ রানে হারে মুমিনুল হকের দল।