ডিসেম্বর ১১, ২০২৪


বিশেষ অঙ্গ দান করবেন রাখি!

বিশেষ অঙ্গ দান করবেন রাখি!

অনলাইন ডেস্ক : শরীরি বিভঙ্গেই যিনি হিল্লোল তোলেন। এবার তিনি তার বিশেষ অঙ্গটি দান করতে চাইছেন! আঙ্গদান করে জীবনদানের শরীক হতে চান তিনি। সবসময়ই কিছু না কিছু করে লাইম লাইটে থাকতে চান রাখি সাওয়ান্ত।

কখনও বিয়ে, কখনও প্রেগন্যান্সি, কখনও আবার কমোডে বসে লাইভ! নিত্যনতুন চমক দেওয়ায় তিনি সিদ্ধহস্ত।

সম্প্রতি রাখির একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যেখানে দেখা যাচ্ছে অঙ্গদানের পুরো প্রক্রিয়াটি দেখে তিনি ভীষণ খুশি। নিজের শরীরের বিশেষ অঙ্গ দান করতে চান তিনি। তা হল তার স্তন।

সুডৌল বক্ষযুগলের জন্যই নিজেকে আকর্ষনিয় মনে করেন রাখি। এবং তিনি তার বক্ষ সুন্দর করে পরিবেশনও করেন।

রাখির কথায়, আমার শরীরের সবথেকে সুন্দর অঙ্গ স্তন। আমি সেটা দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব, দেখা যাক কাকে দিয়ে যেতে পারি। কিছুদিন আগেও রাখির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে তাকে বলতে শোনা গিয়েছিল, আমার বুকের সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করিয়েছি।

বলিউডের ৯০ শতাংশ তারকারা কখনও না কখনও কোনো না কোনো অঙ্গ সার্জারি করিয়ে থাকেন। আমিও করিয়েছি, এতে লজ্জার কোনও কারণ নেই।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *