স্টাফ রিপোর্টার : সাভারে প্রায় চার লক্ষ টাকা মুল্যের বিক্রয় নিষিদ্ধ ঝাটকা ইলিশ জব্দ করেছে মৎস অফিস।
সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকার মাছের আড়ৎ থেকে ঝাটকা ইলিশ গুলো জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ। জব্দ মাছগুলো মাদ্রাসা ও এতিম খানায় বিতন করা হয়।
মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, একদল অসাধু মাছ ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই মাছের আঁড়ৎ এ ঝাটকা ইলিশ বিক্রি করে আসছিলো। পরে গোপন সংবাদের ভিতিত্বে ওই মাছের আড়ৎ এ অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানসহ প্রায় চার লক্ষ টাকা মূল্যের ৩২০বিশ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে ঝাটকা ইলিশ ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর উপস্থিতিতে ঝাটকা ইলিশগুলো সাভারের বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানাসহ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।