অনলাইন ডেস্ক : বাংলাদেশে অন্তত তিনটি ক্লাস্টারে করোনা ভাইরাসের কম্যুনিটি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এগুলো হচ্ছে মাদারীপুরের শিবচর, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, ঢাকার বাসাবো, টোলারবাগ এবং বৃহত্তর মিরপুর এলাকা। এসব এলাকায় নজরদারি আরো জোরদার করা হয়েছে।
ঢাকার মধ্যে বাসাবোতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ জন রোগী পাওয়া গেছে। টোলারবাগে পাওয়া গেছে ৬ জন রোগী। আর বৃহত্তর মিরপুর এলাকায় পাওয়া গেছে ৫ জন রোগী।
আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলছেন, জনসমাগম এড়িয়ে না চললে এই কম্যুনিটি সংক্রমণ বৃহত্তর এলাকাজুড়ে ছড়িয়ে পড়তে পারে।