
স্টাফ রিপোর্টার : সাভারের পৌর এলাকার সুবাজবাগ ও ছায়াবিথী মহল্লায় ৫টি বাড়িতে লাল নিশানা টাঙ্গিয়ে লকডাউন করা হয়েছে। বাড়ির বাসিন্ধরা মঙ্গলবার সিলেট থেকে তাবলীগ জামাত শেষ করে এলাকায় ফিরেছেন।
বুধবার দুপুরে স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়ে বাড়িগুলো লাল নিশান টাঙ্গিয়ে লকডাউনের ঘোষণা দেন।
পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা জানান, সিলেট থেকে তাবলীগ জামাতের এই এলাকার ৭ জন তাদের বাড়িতে পৌঁছান। পরে খবর পেয়ে পুলিশ প্রশাসেনর নির্দেশে ৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে। অন্তত ১৪ দিন তারা কেউ বাড়ির বাইরে বের হতে বা বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাদের প্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, স্থানীয় জনগনের খবর ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে এলাকাবাসীর অনুরোধ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৫ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।