মার্চ ২১, ২০২৫


২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪১

২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪১

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া মৃত্যু হয়েছে আরো ১০ জনের।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ২০১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। এছাড়া আরো ১০জনসহ করোনায় এ যাবত মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭২ জন।

নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় মোট মৃতের মধ্যে ৬ জন ঢাকার এবং বাকিরা দেশের অন্য জেলার।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *