ফেব্রুয়ারি ১৭, ২০২৫


দেশে করোনায় মৃত্যু ১শ ছাড়িয়েছে, নতুন শনাক্ত ৪৯২

দেশে করোনায় মৃত্যু ১শ ছাড়িয়েছে, নতুন শনাক্ত ৪৯২

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১০জন। এনিয়ে মৃতের সংখ্যা ১শ ছাড়িয়ে গেলো। ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা।

তিনি জানান, মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯শ ৪৮ জনে। এছাড়া এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০১ জন। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়েছেন।

গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বররের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৯৩ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৭ হাজার ৬৯৯। অন্যদিকে সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৯১৯ জন।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *