স্টাফ রিপোর্টার : করোনা মোকাবেলায় আশুলিয়ায় সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি নিজেদের রেশনের খাদ্য সামগ্রী দুস্থ মানুষের মধ্যে বিতরণ করলেন সাভার সেনাবাহিনী।
সোমবার দুপুরে সাভার সেনানিবাসের মেজর জাহিদুন নবী চৌধুরীর নেতৃত্বে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার শতাধিক পরিবারের মধ্যে এই ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের জন্য চাল, আলু, আটা, ডাল, পেঁয়াজ, তেল, লবন ও সাবান ছিল।
এ বিষয়ে মেজর জাহিদুন নবী চৌধুরী জানান, মানবতার সেবায় দুস্থ, অসহায় জনগণের সহযোগিতায় সেনা সদস্যদের ব্যক্তিগত রেশন একত্রিত করে এই ত্রাণ দেওয়া হচ্ছে। দুস্থ ও অসহায় জনগণের তালিকা ধরে ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ পৌঁছিয়ে দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখতে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করছেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ও ইউপি সদস্য হারুন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।