স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে ছিন্নমূল আর হতদরিদ্র পথ শিশুদের মাঝে খাদ্য বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে সাভার থানা যুবলীগ।
১০দিন ব্যাপী খাদ্য বিতরন কার্যক্রমের অংশ হিসেবে রাতে সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় শতাধিক পথ শিশু আর ছিন্নমূল হত দরিদ্রের মাঝে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে খাবার বিতরন করেন সাভার থানা যুবলীগের সাধারন সম্পাদক নাসির আহমেদ।
এদিকে, সাভারের বনগাঁওয়ে প্রায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন। পর্যায়ক্রমে ৫হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানান তিনি।