অনলাইন ডেস্ক : কানাডার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলায় মৃতের সংখ্যা ১৯ বেড়ে ২২ জনে পৌঁছেছে।
হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ মারা গেছেন এক প্রসূতি নারী, স্থানীয় এক পুলিশকর্মী ও এক ১৭ বছর বয়সী।
গত শনিবার নোভা স্কশিয়া প্রদেশের পোর্টাপিকু নামের এক শহরে এই হামলা চালায় পুলিশের পোশাকধারী ৫১ বছর বয়সী এক ব্যক্তি। হামলার পর পুলিশের গুলিতে নিহত হন তিনিও। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, কর্তৃপক্ষ এখনো হামলাটির পেছনে কোনো উদ্দেশ্য খুঁজে পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হয়, হামলাকারী প্রথমে একজনকে টার্গেট করেছিলেন। কিন্তু পরে তা আর নিয়ন্ত্রণের মধ্যে থাকেনি। তিনি এলোপাতাড়ি হামলা চালাতে থাকেন।