ডিসেম্বর ১১, ২০২৪


‘মাথার চুল বিক্রি করে বাচ্চার দুধ কিনলেন মা’ সংবাদটি মিথ্যা ও বানোয়াট

‘মাথার চুল বিক্রি করে বাচ্চার দুধ কিনলেন মা’ সংবাদটি মিথ্যা ও বানোয়াট

বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত ‘মাথার চুল বিক্রি করে বাচ্চার দুধ কিনলেন মা’ শীর্ষক সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাভার উপজেলা প্রশাসন।

বুধবার বিকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুম্মন তার নিজস্ব ফেসবুকে এই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত সংবাদটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের পর নিজস্ব পদ্ধতিতে তদন্তে নামে উপজেলা প্রশাসন। তদন্তে জানা যায় ঐ মহিলা প্রায় দেড় মাস পূর্বেই তার চুল কেটেছে এবং করোনা কালীন দূর্যোগের জন্য অর্থকষ্টে তিনি চুল বিক্রয় করেননি। চুল বিক্রি করে দুধ কেনার ঘটনাটি সাজানো এবং এ ধরনের সংবাদ পরিবেশন বিভ্রান্তিমুলক।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেসময় সাভার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ ঘটনা শুনে তাৎক্ষনিকভাবে ঐ মহিলার কাছে ত্রাণসামগ্রী ও আর্থিক সাহায্য নিয়ে যান। সাংবাদিকগন সহকারী কমিশনার (ভূমি) এর পুরো বক্তব্য না নিয়ে আংশিক বক্তব্য প্রচার করেছে।

এছাড়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এই মিথ্যা ও বানোয়াট সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *