
স্টাফ রিপোর্টার : মাহে রমজান উপলক্ষ্যে করোনা ভাইরাসের কারনে বিপর্যস্থ অসহায় আর হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী আর চাউলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরন করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
রবিবার বিকেলে সাভার উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব মানবতার ইফতার বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন।
মানবতার এ ইফতার বাজার থেকে পুরো রোজার মাস জুড়ে বিনামূল্যে দুস্থদের মাঝে তুলে দেওয়া হবে বিভিন্ন ইফতার সামগ্রী।
প্রায় এক হাজার দুস্থ্য, প্রতিবন্ধী, ভিক্ষুক আর হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
এরআগে, সাভারের নয়াবাড়ী ও নয়ারহাট গণ বিদ্যাপীঠ মাঠে সামাজিক দূরুত্ব বজায় রেখে নিজস্ব অর্থায়নে এক হাজার অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চালসহ অন্যান্য খাদ্যদ্রব্য বিতরন করেন তিনি।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলাসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।