স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জনই পোশাক শ্রমিক। এনিয়ে সাভার উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৩৩ জনে।
শুক্রবার রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নাজমুল হুদা মিঠু জানান, গত ২৪ ঘন্টায় ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ প্রানীসম্পদ গবেষনা ইনষ্টিটিউটে (বিএলআরআই) পাঠানো হলে ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে। এদের মধ্যে ৭ জনই পোশাক শ্রমিক। তারা সভারের উলাইল ও একজন হেমায়েতপুরে ভাড়া বাসায় থাকেন।
তিনি আরও জানান, আক্রান্তদের সাথে যোগাযোগ করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়াসহ তাদের কর্মস্থলগুলো চিহিৃত করার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের বাসাসহ আশপাশের কয়েকটি বাসা লক ডাউন করা হয়েছে।