ডিসেম্বর ১১, ২০২৪


কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরীর কারখানাকে ৩লাখ টাকা জরিমানা

কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরীর কারখানাকে ৩লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : ঈদকে সামনে রেখে ঢাকার সাভারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রঙ মিশিয়ে সেমাই তৈরি ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

কারখানাটিতে রঙহীন এবং রঙিন দুই ধরণের সেমাই উৎপাদন করে আসছিল। এই সেমাই ‘আল মুসলিম সেমাই’ নামে প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হতো।

মঙ্গলবার বিকালে সাভারের দেওগাঁও এলাকার ‘শাহানা ফুড প্রোডাক্টস লিমিটেড’ কারখানায় র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয় ।

নির্বাহী ম্যাজিট্রেট বলেন, কাপড়ে ব্যবহৃত রং মিশিয়ে অসাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরীর দায়ে কারখানার মালিক গোলাম রাব্বানীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০লাখ টাকা মূল্যের মালামাল ও ভেজাল সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, নিরাপদ খাদ্য আইন ১৩ এর ৩৩ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়।

অভিযানে র‌্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চাকমাসহ অন্যান্য র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *