এপ্রিল ১৯, ২০২৪


এসএসসির ফল ৩১শে মে

এসএসসির ফল ৩১শে মে

অনলাইন ডেস্ক : এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল আগামী ৩১শে মে প্রকাশিত হবে।

এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবছর করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি। এবার এসএসসি-সমমান পরীক্ষা ১লা ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটির নির্বাচনের কারণে পিছিয়ে ৩রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত চলে তত্ত্বীয় পরীক্ষা। আর ২৯শে ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ই মার্চ শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষায় সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

Related posts

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *