অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিমান দুর্ঘটনায় মারা গেছেন দেশটির জনপ্রিয় মডেল জারা আবিদ। দেশটির খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার খাদিজা শাহ এক টুইট বার্তায় এই মডেলের মৃত্যুর খবর জানান।
খাদিজা টুইটে লেখেন, আজকে বিমান বিধ্বস্তের ঘটনায় ফ্যাশন ইন্ডাস্ট্রি জারা আবিদকে হারালো। অসাধারণ একজন মেয়ে ছিলেন জারা, ছিলেন কর্মঠ এবং অত্যন্ত প্রফেশনাল। তার ঘনিষ্ঠজনদের একজন টুইটে জানিয়েছেন, চাচার মৃত্যুর খবর শুনে করাচি থেকে লাহোরে গিয়েছিলেন জারা।
ফিরতি পথেই শুক্রবার বিমান বিধ্বস্তের কবলে পড়ে প্রাণ হারালেন তিনি। তার মৃত্যুতে পাকিস্তানের ফ্যাশন ইন্ডাস্ট্রিসহ শোবিজের অন্যান্য অঙ্গনের মানুষেরাও শোক জানাচ্ছেন। পাকিস্তানের করাচি বিমান বন্দরের অদূরেই দেশটির রাষ্ট্রীয় এয়ারলাইন্সের ওই বিমানটি ভূপাতিত হয়।
বিমানে ক্রু ও যাত্রীসহ মোট ১০৭ জন ছিলেন বলে জানিয়েছে পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ। এদিকে পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ বলিউডও।
অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিকসহ আরো অনেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।