
স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে পাথালিয়া ইউনিয়নের ৭নং সিন্দুরিয়া বাতুল মামুর জামে মসজিদ সংস্কার কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব উপজেলা কার্যালয়ে তার নিজস্ব তহবিল থেকে মসজিদের সাধারন সম্পাদক মোঃ আসামুদ্দির কাছে এ অনুদান তুলে দেন।
মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোঃ কাশেম কায়সার এবং মোতোওয়াল্লী ইফতিয়ার মোঃ মিশুকসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব বলেন, শুধু এ মসজিদই নয় পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য মসজিদের সংস্কারসহ নির্মানেও অর্থ বরাদ্দ দেওয়া হবে।