স্টাফ রিপোর্টার : সবুজ পরিবহন আয়োজিত প্রকৃতি ও মানবতার সেবায় অনলাইন বৃক্ষ মেলা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুন শুরু হয়ে ৫ই জুলাই পর্যন্ত আনুমানিক ২৯ টি প্রতিষ্ঠানের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এই অনলাইন বৃক্ষ মেলা। মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি বিপনন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মাহাবুব আহমেদ এবং মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও কৃষি গবেষক আনোয়ার ফারুক। এছাড়া এডমিন বদরুল হায়দার বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তথ্য বিভাগের অধ্যাপক ড.হাসনাত সোলায়মান ও অনলাইন বৃক্ষ মেলা ২০২০ এর আহবায়ক তরুণ এডমিন সরকার পারভেজ এবং মেলায় অংশগ্রহণকারী ক্রেতা,বিক্রেতা,সদস্য ও উদ্যোক্তা সহ অনেক ভক্ত অনুরাগী। সমাপনী দিনে অংশগ্রহণকারী ২৯ টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে সেরা বিবেচনা করে পুরস্কৃত করা হয়। এর মধ্যে দীর্ঘ ৪ বছর ধরে সুনামের সাথে প্রকৃতি প্রেমী মানুষের দ্বারে দ্বারে সেবা পৌছে দিয়ে আসা প্রতিষ্ঠান Garden Decor দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়া প্রথম স্থান অর্জন করে আরণ্যক এগ্রো ও তৃতীয় স্থান অর্জন করে তোয়ামুনী নার্সারী। একজন উদ্যোক্তা হিসাবে দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠান Garden Decor এর ব্যাবস্থাপনা পরিচালক রোজ সরদার বলেন, প্রকৃতির সৌন্দর্য্যের মাঝে হারিয়ে যেতে , আনন্দ পেতে চায়না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। গ্রামে বাড়ির সামনে, উঠানের চারপাশে ও শহরের ছাদে, ব্যালকুনিতে যে যেভাবে পারে সেই ভাবে ফুল, ফল সহ বিভিন্ন বৃক্ষ দ্বারা নিজের চারপাশ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভোরে তোলার চেষ্টা করেন।আমরা এই সকল প্রকৃতি প্রেমী মানুষদের কথা চিন্তা করে শুধু দেশি নয়, বিদেশ থেকে বিভিন্ন জাতের বৃক্ষের সমাহার ঘটিয়ে চাহিদা অনুযায়ী ক্রেতারে দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছি। একই সাথে বিদেশি গাছ সুলভ মূল্যে দেওয়ার জন্য দেশে বীজ থেকে চারা তৈরি করে পৌঁছে দিচ্ছি দেশের বিভিন্ন স্থানের মানুষের হাতে। প্রকৃতির প্রতি ভালবাসার টানে এবং এর মধ্য দিয়ে স্বাধীন ভাবে কিছু করার চেষ্টায় মেয়ে হয়েও ভিন্নধর্মী কিছু করার মধ্য দিয়ে পরিবারের বোঝা না হয়ে বরং পরিবারের সহযোগীতায় আসার উদ্দেশ্যে প্রকৃতি ও মানবতার সেবায় এই প্রতিষ্ঠানের যাত্রার মধ্য দিয়ে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলাম। আজ আমি শুধু নই, আমার পরিবারের সকলে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। একই সাথে তাদের অনুপ্রেরণায় ৪ বছর আগে শুরু করে আজ এই পর্যন্ত এসে পৌছেছি। বর্তমানে দেশি প্রজাতির বৃক্ষের পাশাপাশি বিদেশি টব সহ বিভিন্ন প্রোডাক্ট সংগ্রহ করে যথা সময়ে সাধ্যমত মানুষের হাতে পৌছে দিচ্ছি। আমাদের বেশির ভাগ বিদেশি প্রোডাক্ট আসে থাইল্যান্ড, ইন্ডিয়া, চায়না, মালয়েশিয়া ও হল্যান্ড থেকে। প্রোডাক্টের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের টব, টব বসানোর স্ট্যান্ড, গাছের ঔষধ, সার, বিভিন্ন ধরনের ফুল গাছ (বিশেষ করে অর্কিড গাছ), ফল গাছ। এছাড়াও বাগান করার জন্য নানা ধরনের প্রয়োজনীয় উপকরণ বিক্রয় করা হয়। এসময় দ্বিতীয় স্থান অর্জন করায় সবুজ পরিবহনের সকল কলাকৌশলী ও কর্মকর্তা বৃন্দকে ধন্যবাদ জানান, একই সাথে এধরণের অনলাইন বৃক্ষ মেলা উদ্যোক্তাদের সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ যোগাবে বলে আশা প্রকাশ করেন।