জানুয়ারি ১৩, ২০২৫


মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করলেন শামসুল ইসলাম সুমন

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করলেন শামসুল ইসলাম সুমন

স্টাফ রিপোর্টার : “মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান, বেশি করে গাছ লাগান পরিবেশ বাচান ” এই স্লোগানকে সামনে রেখে সাভারে ১২ জুন রবিবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষ রোপনের মধ্য দিয়ে জন্মদিন পালন করলেন ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সুমন।এসময় বনজ, ফলজ ও ঔষধী সহ বিভিন্ন গাছ রোপণ করেন।তিনি বলেন, করোনা মহামারী দুর্যোগ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষণ জনগণের পাশে থেকে নেতাকর্মীদের সহযোগীতা অব্যাহত রাখতে বলেছেন। একই সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রমের নির্দেশ দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সকল নির্দেশনা মেনে জনগণের পাশে থাকার চেষ্টা করছি।প্রত্যেক নেতাকর্মীকে কমপক্ষে তিনটি করে বিভিন্ন গাছের চারা রোপণ করতে বলেছেন।এই কর্মসূচির আওতায় জন্মদিনে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়িত করার চেষ্টা করলাম এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *