স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদে সমাজের অসহায় ও দরিদ্র দের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
আশুলিয়া ইউনিয়ন পরিষদে জিআর এর উদ্যোগে প্রায় ৫’শ ৭৭ জনের মাঝে এ চাউল বিতরণ করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।
চাউল বিতরণে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সাজ্জাদ হোসেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রুহুল আমিন, হোসেন আলী মাষ্টার, আব্দুল খালেক, মোহাম্মদ আলী, ইউপি সচিব আফজাল হোসেনসহ আরো অনেকে।