ডিসেম্বর ১১, ২০২৪


কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক: কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত দেওয়া হয়েছে। সেখানে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়েছে সরকার। তিনি এসএম আবুল কালামের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত পরিবর্তনের কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এস এম আবুল কালামের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেছে আরও দু’মাস আগেই। কোভিড-১৯ পরিস্থিতির কারণে তিনি দু’মাস বেশি থেকেছেন। মেয়াদ শেষ হওয়ার ফলে তার স্থলে নিয়োগ দেওয়া হয় আশিকুজ্জামানকে। ২০১৬ সালে এস এম আবুল কালামকে কুয়েত দূতাবাসে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি চট্টগ্রামের নামকরা ব্যবসায়ী এবং দক্ষিণ চট্টগ্রাম আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। নতুন নিয়োগ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান সেনাবাহিনীতে কমিশন পান ১৯৮৮ সালে। ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে সিয়েরা লিওন, আইভোরি কোস্ট এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করেছেন আশিকুজ্জামান।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *