
অনলাইন ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ঘটে গেল একটি ঘটনায়। নারী হয়েও পুরুষ দলে খেলেছেন একজন। এমন ঘটনা ঘটেছে জার্মানিতে। ছেলেদের টি-টেন লিগে উইকেট কিপিং করেছেন শারণ্যা সদারঙ্গা। সদ্য ২৫ বছরে পা দেওয়া শারণ্যাকে মাঠে সকলেই শারু নামে চেনে। তিনি বলেন, আমি কুমারফেল্ডার স্পোর্টসভেরেন (কেএসভি) ক্লাবের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে এই টি-টেন লিগে খেলার সুযোগ দিয়েছে।
এই লিগে শারণ্যার দল চ্যাম্পিয়ন হয়েছে। মাত্র ৬ টি ম্যাচে উইকেটের পিছনে ৮টি ডিসমিসাল করেছেন শারণ্যা। টুর্নামেন্টে যা সবচেয়ে বেশি। এরপর তিনি জার্মান জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন। শারণ্যা কর্নাটকের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব ১৯ পর্যায়ে খেলেছিলেন। ক্রিকেট শেখা শুরু করেন কর্নাটক ইন্সটিটিউট অফ ক্রিকেটে। তার কথায় সেখানকার কোচ মোহাম্মদ নাসিরুদ্দিন আর ‘মাসুদ স্যার’ তাকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছিলেন।