
স্টাফ রিপোর্টারঃ সাভারের হেমায়েতপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২৭ শে জুলাই সোমবার দুপুরে হেমায়েতপুরের ঈদগাহ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজীব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সায়েম মোল্লা, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোঃ জাবেদ হোসেন,সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী লিয়াকত হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ মোল্লা সহ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।