মার্চ ২৯, ২০২৪


আশুলিয়ায় থানা তাঁতী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

আশুলিয়ায় থানা তাঁতী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

সাভার প্রতিনিধিঃসাভারের আশুলিয়ায় থানা তাঁতী লীগ আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ই আগষ্ট বিকালে গাজীর চট এ এম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের সভাপতি,সাবেক সাভার পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মোবারক হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সুমন, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুন্সি,গাজীর চট এ এম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন,আশুলিয়া থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সাবেক মেম্বার আব্দুর রশিদ মুন্সি,ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের সহ সভাপতি হাসমত আলী রঞ্জু,আব্দুর রহমান, নাজু নাহার, নির্বাহী সদস্য জাবেদ নিয়াজ, আশুলিয়া থানা তাঁতী লীগের সহ সভাপতি আব্দুল আল মামুন মিলন,আসাদুজ্জামান আসাদ,মিঠু, মুরাদ মাতাব্বর সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন আশুলিয়া থানা তাতী লীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল।অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের সভাপতি হাজী মোবারক হোসেন খোকন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশ হতোনা,এদেশ স্বাধীন হতোনা।১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্যকে অমানবিক নিষ্ঠুর ভাবে হত্যা করে। হত্যার সাথে জড়িত অনেকের ফাসি হলেও এখনো যারা পালিয়ে আছে তাদের দ্রুত ফাসির আওতায় এনে বিচারের দাবি জানান।

একই সাথে তিনি বলেন,করোনা মহামারী পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী”শেখ হাসিনা” যেভাবে দেশকে নেতৃত্ব দিয়ে মানুষের কল্যানে কাজ করে গেছেন তা বিশ্বের কাছে প্রশংসনীয় হয়েছে।তাই আগষ্টের শোককে শক্তিতে পরিনত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে শকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *