জানুয়ারি ১৩, ২০২৫


সাভার মডেল থানা জামে মসজিদে ২১শে আগষ্ট নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাভার মডেল থানা জামে মসজিদে ২১শে আগষ্ট নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাভার প্রতিনিধিঃ সাভার মডেল থানা জামে মসজিদে ২১ শে আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় এবং আহত সকলের সুস্বাস্থ্যের জন্য আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী সাবেক ছাত্র নেতা, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর আয়োজনে সাভার মডেল থানা জামে মসজিদে ২১ আগষ্ট শুক্রবার জুম্মার নামাজের পর এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।এসময় বিশেষ করে ১৫ই আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সার্কেল এসপি মোঃ শহিদুল ইসলাম,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ.এম সায়েদ, সাভার পৌর সভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী নিউটন, ঢাকা জেলা তাঁতী লীগ উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সুমন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *