স্টাফ রিপোর্টারঃ আশুলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।
২৮শে সেপ্টেম্বর সোমবার দুপুরে দোসাইদ স্কুল মাঠ প্রাঙ্গনে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাজী মোশারফ খাঁনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন।
এ সময় শতাধিক অসহায় নারী ও পুরুষের মাঝে শাড়ি কাপর,শার্ট এবং দশ জন এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে কোরআন শরিফ বিতরণ করেন।পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় হাজী মোশারফ খাঁন বলেন আজ ২৮শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন লিখিল এর দিকনির্দেশনায় দিনটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।বঙ্গবন্ধুর সুযোগ্য কন্ন্যা জননেত্রী শেখ হাসিনা যত বেশি বেঁচে থাকবেন ততো বেশি দেশের উন্নয়নে কাজ করবেন এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম-আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়া,আশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল,হাজী মোশারফ খাঁনের পিতা হাজী মোঃসিদ্দিকুর রহমান খাঁন,৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল খালেক,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক সোহাগ মন্ডলসহ আরো অনেকে।