
মোঃ আব্দুস সালাম সাভার প্রতিনিধিঃ
সাভারে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে।
১২ই অক্টোবর সোমবার রাতে সাভার পৌরসভার ওয়াবদা রোডের শ্রমিক লীগের অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে সকল নেতাকর্মীরা কেক কেটে দিনটিকে উদযাপন করেন।
অনুষ্ঠানে সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ শওকত হোসেন বলেন,বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার।দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশ বাসীর কাছে দোয়া চাই এবং সেই সাথে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে যতদিন বেঁচে থাকবেন এবং দেশ পরিচালনা করবেন ততদিন দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।তিনি আরো বলেন সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কর্মীদের দিকনির্দেশনা মেনে সব সময় কাজ করে যাচ্ছে।
এসময় সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ শওকত হোসেন,সহ-সভাপতি আব্দুল আজিজ,পৌর শ্রমিক লীগের আহ্বায়ক কবির হোসেন,যুগ্ন-আহ্বায়ক সাইদুর রহমার শাহিন,শ্রমিক লীগের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।