ডিসেম্বর ১১, ২০২৪


সাভারে ঝোপের ভিতরে স্কুল ব্যাগে শিশুর লাশ, গ্রেফতার ১

সাভারে ঝোপের ভিতরে স্কুল ব্যাগে শিশুর লাশ, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারের বিরুলিয়ায় অপহরণের একদিন পর পাশ্ববর্তী ঝোপের ভিতর একটি স্কুল ব্যাগ থেকে মেহেদী হাসান নামে ছয় বছরের শিশু মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপহরণ ও হত্যাকান্ডের ঘটনায় জসিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে গ্রেপ্তারের জসিমের (৩০) দেয়া তথ্য মতে গভীর রাতে বিরুলিয়ার কাকাব এলাকার একটি ঝোপের ভিতর অভিযান চালিয়ে শিশু মেহেদীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেহেদী বাবা গোলাম কবীর ও মা পারুল বেগমের সাথে বিরুলিয়ার কাকাব এলাকার আব্দুল করিমের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতো।
মেহেদী বাবা গোলাম কবীর জানায়, সোমবার সকালে মেহেদীকে বাসায় রেখে তারা কর্মস্থলে চলে যান। পরে কর্মস্থল থেকে এসে মেহেদীকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন।
মঙ্গলবার সকালে প্রতিবেশি জসিমকে স্কুলব্যাগ কাঁধে করে নিয়ে যেতে দেখেন স্থানীয়রা। সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোন ফোন করে মেহেদীকে অপহরণের কথা জানিয়ে ছেলেকে জীবীত ফেরত নেওয়ার বিনিময়ে তিনি পাশের কুমকুমারী বাজারের একটি বিকাশ নম্বর দিয়ে ওই নম্বরে ১৫ হাজার টাকা পাঠাতে বলেন অপর প্রান্ত থেকে। এর পর মেহেদীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি সাভার থানাকে অবহিত করা হয়। ওই দিন রাত ১১টার দিকে পাশের খাগাইন এলাকা থেকে জসিমকে আটক করে এলাকাবাসী।
কিন্তু তিনি মেহেদীকে হত্যার কথা অস্বীকার করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত জানান, জসিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে ও তার দেয়া তথ্যমতে শিশু মেহেদীর মরদেহ ঝোপের ভিতরে স্কুলব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি ধারনা করছেন, শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর ব্যাগে ভরে ঝোপের মধ্যে ফেলে দিয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *