জানুয়ারি ১৩, ২০২৫


ইতালিতে প্রবেশে বাধা নেই বৈধ ভিসাধারীদের

ইতালিতে প্রবেশে বাধা নেই বৈধ ভিসাধারীদের

অনলাইন ডেস্ক: সরকারের অনুরোধের প্রেক্ষিতে বৈধ ভিসাধারী বাংলাদেশি প্রবাসীদের জন্য ইতালি ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতালিতে যেসব বাংলাদেশির থাকার অনুমতিপত্রের মেয়াদ আছে, তারাই শুধু দেশটিতে যেতে পারবেন। আর যাদের বৈধ অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের পুনরায় ভিসার জন্য আবেদন করতে হবে। ইতালিয়ান পুলিশের যাচাই-বাছাইয়ের পর আবেদনকারীদের ভিসা দেয়া হবে।

এক্ষেত্রে পুলিশ যেন দ্রুত তাদের প্রক্রিয়া সম্পন্ন করে সেজন্য বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছেন।

তবে ইতালি এখনও নতুন ভিসার প্রদানের আবেদন প্রক্রিয়া শুরু করেনি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *