মোঃ আব্দুস সালাম সাভার প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৮ই অক্টোবর রবিবার বিকেলে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোশারফ খাঁনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করেন।
এসময় হাজী মোশারফ খাঁন বলেন,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন আজ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল বিপদগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। হত্যা করে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকেও। আমি বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহিদী সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাজী মোশারফ খাঁনের পিতা হাজী সিদ্দিকুর রহমান খাঁন,হাজী বেলায়াত খাঁন বিপ্লব,দোসাইদ স্কুল এন্ড কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ হাসানসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।