ডিসেম্বর ১১, ২০২৪


সাভারে র‍্যাবের অভিযানে দুই গণধর্ষণ মামলাসহ ১১ মামলার আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধার

সাভারে র‍্যাবের অভিযানে  দুই গণধর্ষণ মামলাসহ ১১ মামলার আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার : সাভারে হেমায়েতপুরে গণধর্ষণসহ ১১ মামলার আসামী শেখ ফরিদ (৪০) কে বিদেশী পিস্তল ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব ৪।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি ১ র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং।

এর আগে বুধবার (২১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের জয়নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শেখ ফরিদ সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার আবুল হাশেম মিয়া ওরফে বিষুর ছেলে। তার বিরুদ্ধে নতুন দুইটি মামলাসহ মোট ১৩ টি মামলা দায়ের হলো।

র‌্যাব জানায়, শেখ ফরিদ গাজীপুর এলাকায় থেকে মাঝে মধ্যেই সাভারের ওই এলাকায় এসে কুকর্ম পরিচালনা করেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুই পোশাক শ্রমিককে গণধর্ষণ, মাদকসহ ১১ টি মামলা রযেছে। শেখ ফরিদ ওই এলাকার একটি চায়ের দোকানে বসে ছিল। র‌্যাব দেখে সে পালানোর চেষ্টা করে। এসময় তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।

সিপিসি ১ র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং বলেন, গ্রেফতার শেখ ফরিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ পৃথক দুটি মামলানদায়ের করে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *