জানুয়ারি ১৩, ২০২৫


সাভারে বহুতল ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

সাভারে বহুতল ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাভারে বহুতল ভবনে কাজ করার সময় সাব্বির রহমান নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে সাভারের শাহীবাগ এলাকার শফিকের নির্মানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির পাবনা জেলার আত্রাইগোলা থানার লক্ষীপুর পশ্চিমপাড়া গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে। তিনি শাহীবাগের নির্মানাধীন ওই ১১ তলা ভবনে থেকে নির্মান শ্রমিকের কাজ করতো।

পুলিশ জানায়, সকালে ওই এলাকার শফিকের নির্মানাধীন ১১ তলা বাড়ির ৯ তলায় প্লাস্টারের কাজ শুরু করে সাব্বির। কাজ করার সময় সে ভবনের ৯ তলা থেকে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাফায়েতুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *