
সাভার প্রতিনিধি : জেল হত্যা দিবস উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।