
স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে নিজ বাড়ির পাশে আম গাছ থেকে সাবেক এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মানুষিক ভাবে অসুস্থ্যতাজনিত কারণে ওই পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার নিজ বাড়ির পাশে আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বরকত উল্লাহ (৩২) সাভারের জামসিং এলাকার আহসান উল্লাহর ছেলে। সর্বশেষ তিনি খাগড়াছড়ি পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, খাগড়াছড়ি পুলিশ লাইনে কনস্টেবল পদে চাকরি করতেন বরকত। কিন্তু মানুষিক অসুস্থ্যতাজনিত কারণে গত মাসে চাকরি ছাড়েন তিনি। এরপর থেকে সাভারের নিজ বাড়িতে বাবা-মায়ের সাথে থাকতেন। পরিবারের সদস্যরা সব সময় তাকে দেখে রাখত।
হঠাৎ সোমবার রাতে নিখোঁজ হয় সে। পরে মঙ্গলবার বাড়ির পাশে আম গাছে বরকতের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, মানুষিক অসুস্থ্যতা থেকেই সাবেক ওই পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। তারপরও আমরা বিষয়টি তদন্ত করছি। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।