স্টাফ রিপোর্টার: সাভারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ই নভেম্বর) সকালে সাভার পৌরসভার উদ্যোগে সেভ দ্য চিলড্রেন সিপ এর সহযোগিতায় ৭নং ওয়ার্ড ইমান্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এলাকার প্রায় ৬ শতাধিক পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গণি।
এসময় তিনি বলেন,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়ন করার লক্ষে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাভার পৌরসভাকে মডেল পৌর সভায় রুপান্তর করতে দিন রাত অকান্ত পরিশ্রম করে যাচ্ছি।ইতিমধ্যে পৌর সভার প্রতিটি এলাকায় পূর্বের তুলনায় ব্যাপার উন্নয়ন কাজ চলমান রয়েছে।অসমাপ্ত বাকি কাজ গুলো অতিদ্রুত সম্পূর্ণ করা হবে বলে তিনি জানান।
এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আব্বাস আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল হক, সহ-সভাপতি হান্নান,যুবলীগ নেতা সেলিম রেজাসহ সিপ এর কর্মকর্তাদ্বয় উপস্থিত ছিলেন।