ডিসেম্বর ১১, ২০২৪


আশুলিয়ায় বংশাই নদীতে মাছ শিকার করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

আশুলিয়ায় বংশাই নদীতে মাছ শিকার করতে গিয়ে শিক্ষার্থী  নিখোঁজ

স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় মাছ শিকার করতে গিয়ে বংশাই নদীতে ডুবে টুটুল শেখ (১৭) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের অফিসার মিরাজ। আশুলিয়ায় নলামে দুপুরে বংশাই নদীর ডগরতলী ইটখোলা এলাকায় মাছ শিকার করে নদী পাড় হওয়ার সময় নিখোজ হয় সে।

নিখোঁজ টুটুল শেখ আশুলিয়ার এনায়েতপুর বাঁশ তলা এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে আলহাজ্ব জাফর ব্যাপারী স্কুলে দশম শ্রেণীতে লেখাপড়া করতো।

স্থানীয় আব্দুর রহিম জানান, দুপুরে চার বন্ধু মিলে বংশাই নদীর ওই এলাকায় মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে সাঁতার দিয়ে ৪ জনই নদী পারাপার হচ্ছিলো। এসময় তিন জন নদীর পাড় হয়ে আসলেও নিখোঁজ হয় টুটুল শেখ। পরে ফায়ার সার্ভিসকে জানালে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ১ টি ইউনিট তাকে উদ্ধারে তল্লাশি চালায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের অফিসার মিরাজ জানায়, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। এসময় তাকে পাওয়া না গেলে রাতে আলো স্বল্পতার কারনে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আবার যথানিয়মে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *