এপ্রিল ২৪, ২০২৪


আশুলিয়ায় ৭ শতাধিক অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন .. আটক ০২

আশুলিয়ায় ৭ শতাধিক অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন .. আটক ০২

স্টা রিপোর্টার:  ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে দেওয়া প্রায় ৭ শতাধিক আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় জব্দ করা হয় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ফিটিংস। এসময় দুই জনকে আটক করা হয়েছে।

আটকদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে ৫২ জন শ্রমিক অংশ নেয়।

আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে ২ কিলোমিটার এলাকার প্রায় ৭ শতাধিক গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও ফিটিংস ছিল খুবই নিম্ন মানের যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। অভিযানে কুটুম বাড়ি রেস্তোরার দুই কর্মীকে আটক করা হয়েছে।

এ ধরনের অভিযান পরিচালনা করে পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। একই সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *