মো: আব্দুস সালাম, সাভার প্রতিনিধি: সাভারের রাজাশনে মর্নিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর সভার ৮নং ওয়ার্ড কাউন্সিল ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম মিয়া।আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান আলোচক পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মনির পালোয়ান,৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারফত আলী মাসুদ,পৌর ছাত্র লীগের সভাপতি আতাউর রহমান অভিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় পার্কবিউ স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান আশরাফ আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফ।