
মোঃ আব্দুস সালাম, সাভার: আসন্ন সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ই নভেম্বর) দুপুরে সাভার পৌর সভার ৮নং ওয়ার্ড বাসীর সাথে বর্তমান কাউন্সিল ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম মিয়া তার নিজ বাস ভবনের পাশে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন বিগত দিনে এলাকায় কি পরিমাণ উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে তা আপনাদের সকলেই অবগত রয়েছে।আমি আপনাদের পাশে বিগত দিনে যেভাবে পাশে ছিলাম ঠিক সেভাবেই ভবিষ্যতে পাশে থাকবো। আমার যোগ্যতা ও কর্মক্ষমতা বিবেচনা করে বিগত দিনের ভুল ত্রুটি ক্ষমা করে ৮নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে রুপান্তরতি করার প্রত্যয়ে আপনাদের দোয়া ও সহযোগিতার কামনা করছি।
সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া,সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ হারুন,বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান সাবান আলী,আমির হোসেন টিপু, এ্যাডঃকরিম,আমির আলী, নুরুল হক মিয়া,ধরেন্ডা খ্রিস্টান কোঃ আপারেটিপ ক্রেডিট লিঃ এর প্রেসিডেন্ট মাইকেল ডি গমেজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।