নিজস্ব প্রতিবেদক : সাভারে ১ হাজার ১৫২ লিটার চোলাই মদসহ মানিক মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাভারের শ্যামলাসী কলাতিয়াপাড়া মাছের খামারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মানিক মিয়া নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি পেশার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মদ তৈরি ও বিক্রির দায়ে মানিক মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ৪৭ টি জারিক্যানে মোট ১ হাজার ১৫২ লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরীর জন্য বিশেষভাবে তৈরী নীল রংয়ের ৩ টি ড্রাম, ৩ টি বড় সিলভারের পাতিল, ৬ টি গ্যাসের সিলিন্ডার, রেগুলেটর ও সাদা পাইপযুক্ত ৩ টি গ্যাস বার্ণার, মদ ঢালার কাজে ব্যবহৃত সবুজ রংয়ের ১ টি চুঙ্গা, চুলা ঘেরাও এর কাজে ব্যবহৃত নীল ও লাল খয়েরী রংয়ের ১ টি প্লাষ্টিকের ত্রিপল ও খুটির কাজে ব্যবহৃত ৫ টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে চোলাই মদ তৈরি করে গুদামজাত করে রাখে এবং পরবর্তীতে সেগুলোকে সাভারসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। আটকের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।